Youth Development Computer Training Center
Not Only Education, But Also Technology Based Education is Needed...
যেকোন ব্যবসা/ প্রতিষ্ঠানের ওয়েব সাইট তৈরি করে দিতে আমাদের রয়েছে সুদক্ষ Fullstoke Web & Software Developer. আপনার ব্যবসা/ প্রতিষ্ঠানের চাহিদা মতো কম মূল্যে মানসম্মত ওয়েব সাইট ডিজাইন ও ডেভলাপ করে নিতে পারেন। এ ছাড়া আমরা অনেগুলো ওয়েব সাইট পূর্ব হতে তৈরি করে রেখেছি, যা অত্যন্ত মান সম্মত। ভালভাবে যাচাই-বাচাই করে পছন্দ হলে সে ওয়েব সাইটগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেহেতু একাধিক ব্যাক্তি/ প্রতিষ্ঠানের নিকট বিক্রয়ের উদ্দেশ্য তৈরি করা হয়েছে, সেহেতু এ ওয়েব সাইটগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কোন অবস্থায় সোর্স কোড দেয়া সম্ভব নয়। আমাদের রেডিমেড ওয়েব সাইট গুলোর মতো যদি কোন ব্যাক্তি/ প্রতিষ্ঠান একটি ওয়েব সাটই তৈরি করতে চায়, তবে তার খরচ পড়বে 10 লক্ষ হতে 15 লক্ষ টাকা যাহা আমরা নাম মাত্র মূল্য 10 হাজার টাকায় বিক্রি করে থাকি। সাঝানো গুছানো অত্যন্ত মান সম্মত আমাদের ওয়েব সাইটগুলো একাধিক প্রতিষ্ঠানে বিক্রি করি বলে কম মূল্য বিক্রি করতে পারি। যা একজনের পক্ষে বড় ধরণের খরচ পড়ে। আমাদের রেডিমেট ওয়েব ব্যবহারে পাচ্ছেন মান সম্মত ওয়েব সাইট অত্যন্ত কম মূল্য এবং অত্যন্ত ভালমানের সার্ভিস। কম খরচে উন্নত ওয়েব সাইট নিয়ে নিজেকে প্রফেশনাল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন। অত্র প্রতিষ্ঠান বাংলাদেশের স্বনামধন্য হওয়ার পেছনে রয়েছে বিস্থততা ও আস্থা। কাজের কেউ যদি ভেবে নেয় বাজারে পাওয়া ছেড়া-ফাটা ওয়েব সাইটের মতো আমাদের ওয়েব সাইট হবে, তবে তিনি ভূল করবেন। যাচাই-বাচাই করে মান সম্মত, পছন্দ ও কার্যকরি হলে আমামাদের ওয়েব সাইট কিনবেন। অন্যথায় মানিব্যাক গ্যারিন্টি রয়েছে। সিদ্ধান্ত নিতে ভূল হলে পরে আফসোস করতে হয় এমন কাজ না করাই উত্তম। সবশেষে অনুরোধ রইল- ওয়েব সাইটের প্রয়োজনে আমাদের সেবা ফ্রি ৬ মাস ব্যবহার করুন! প্রয়োজন মনে করলে পেমেন্ট করে ব্যবহারে রাখবেন, অন্যতায় বাদ করে দিবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।