Youth Development Computer Training Center
Not Only Education, But Also Technology Based Education is Needed...
একটি প্রচলিত প্রবাদ হলো- "শিক্ষাই জাতির মেরুদন্ড"! তবে বর্তমান বিশ্বে উন্নয়নশীল রাষ্ট্র সমূহে সাধারণ যে শিক্ষা প্রচলণ রয়েছে সে শিক্ষা দ্বারা বিশ্বায়নের এ যুগে মানুষকে পিছিয়ে থাকতে হয়। এতে ক্রমান্বয়ে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। শুধু বাংলাদেশে নয় বিশ্বের যে কোন উন্নয়নশীল রাষ্ট্রকে ক্ষুধা, দারিদ্র ও বেকার মুক্ত করতে হলে প্রয়োজন কারিগরী প্রশিক্ষণ। কারণ যে দেশ কারিগরী দক্ষতা ও প্রযুক্তিতে যত বেশি উন্নত, সে দেশের অর্থনীতি ততই শক্তিশালী। কাজেই এ দেশের অর্থনীতি শক্তিশালী করতে প্রয়োজন প্রযুক্তিতে উন্নত হওয়া।
স্বাধীনাতার 50 বছর পার হলেও রাজতৈরিক অস্থিরতা ও দূর্নীতির কারণে এ দেশ ও দেশের মানুষের উন্নয়ন গড়ে উঠতে পারে সে রকম শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেনি! অথচ এ দেশে রয়েছে বহু লেখক, গভেষক, জ্ঞানী-গুণী ও বিজ্ঞানী যারা শুধুমাত্র দেশের সম্পদ নয়, সারা বিশ্বের মানুষের জন্য আশির্বাদ স্বরূপ! জ্ঞানপাপী বহু ব্যাক্তি এ দেশের রাষ্টীয় ক্ষমতায় এসে নিজেদের স্বার্থ গুছিয়ে নিয়ে বিদেশে ঘর-বাড়ি গড়ে তুলে সেখানে পাড়ি দেয়। তারা যদি দেশকে ভালবাসে তাহলে এ দেশে তাদের ক্ষমতা, ধন-সম্পদ সবকিছু থাকার পরও কেন বিদেশের মাটিতে তাদের বাড়ি বানানো প্রয়োজন পড়ে? এতে বুঝা যায় ক্ষমতা লোভী সে সকল জ্ঞানপাপীরা এ দেশের মানুষকে দেশ প্রেমের মিথ্যা গল্পের মাধ্যমে চল-চাতুরী করত! অথচ এ দেশের সাধারণ শিক্ষিত ব্যাক্তিরা বহু পরিশ্রম করে বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্সের মাধ্যমে নিয়ে আসেন সম্মৃদ্ধ অর্থনীতি।
কিন্তু প্রশ্ন হল কতদিন বিদেশীদের কাছে এ দেশের মানুষকে দাশের মতো পরিশ্রম করতে হবে?
বিদেশী দাশত্বের শৃঙ্খল হতে মুক্তি পেতে আমাদের একটি দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন, পরিকল্পনা অনুসারে দেশের অর্থনীতিকে শক্তিশালী গড়ে তুলতে হবে। দেশের জনগণকে হতে হবে নৈতিক ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত। ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান বিশ্বের পরিস্থিতির দিকে তাকালে লক্ষ্য করা য়ায় এ দেশের মানুষের চিন্তা-চেতনা নৈতিক শিক্ষায় ভরপুর কিন্তু প্রযুক্তিতে পিছিয়ে থাকার কারণে সমগ্র জাতি আজ বিশ্বের বহু দেশ হতে পিছিয়ে আছি।
রাষ্ট্রের ভূমি ও এতে বসবাসকারী প্রতিটি জনগণ নিয়ে রাষ্ট্র গঠিত, জনগণের কোন ব্যাক্তি বা অংশ বিশেষ পিছিয়ে থাকলে রাষ্ট্রও পিছিয়ে থাকবে এতে কোন সন্দেহ নেই। এ দেশের প্রতিটিটি মানুষ যদি হালাল উপার্জনের সুযোগ পায় তবে এ দেশ হতে দূর হবে ক্ষুদা ও দারিদ্রতা এবং আসবে অর্থনৈতিক স্বাধীনাতা। ক্ষুদা ও দ্ররিদ্রতা মুক্ত দেশ গড়তে পারলে ফিরে আসবে সম্মৃদ্ধ অর্থনীতি। অর্থনৈতিকভাবে সম্মৃদ্ধ হলে কোন বিদেশীদের কাছে আমাদের মাথা নত করতে হবেনা। সম্মৃদ্ধ অর্থনীতির জন্য প্রয়োজন প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ। দেশের মানুষকে তথ্য-প্রযুক্তিতে দক্ষ গড়ে তোলাই হলো আমাদের প্রচেষ্টা, যেন শ্রম বাজারে আমাদের প্রবাসীরা দক্ষতার সাথে সঠিক মূল্যায়ন হয়, দেশ ও দেশের বাইনরে প্রযুক্তি ব্যবহার করে নিজেকে দক্ষতার প্রমাণ করতে পারে। এদেশের মানুষকে ক্ষুদা মুক্ত, দারিদ্র মুক্ত ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করার মানষিকতা নিয়ে আমরা গড়ে তুলেছি ICT Knowledge Ltd.
বহু ধরণের প্রযুক্তির মধ্যে তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণ অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণ সারা দেশে একেবারে তৃণমূল পর্যায়ে পৌছে দেয়ার মাধ্যমে দেশের মানুষের দক্ষতা উন্নয়ন, পিছিয়ে পড়া বাদ দিয়ে এগিয়ে যাওয়া, উদ্যোক্ত তৈরি করা, অনলাইন ইনকামের মাধ্যমে দারিদ্রতা দূর করা, সর্বপরি দক্ষ মানব সম্পদ উন্নয়ন করা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। তাই আমাদের একটি স্লোগান রয়েছে- “শুধু শিক্ষিত নয়, চাই তথ্য-প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত জাতি….””
অত্যন্ত ক্ষুদ্র অবস্থান হতে আমাদের এ মহৎ প্রচেষ্টা বাস্তবায় করার জন্য নানভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের কার্যক্রম আরো গতিশীল করার জন্য দেশের প্রচলিত আইন The Companies ACT XVIII OF 1994 (See section-115) আইনের অনুকূলে গভঃ রেজিঃ নং- CH-11600/2016 এর মাধ্যমে ICT Knowledge Ltd. গড়ে তোলা হয় এবং ICT Knowledge Ltd. এর আওতাধীন Youth Development Computer Training Centre অর্থাৎ “যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র” নামে সারা দেশব্যাপী একটি প্রকল্প চালু করা হয়। সে আইনের অনুকূলে অত্র প্রতিষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত। এ প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি জেলা শহর, উপজেলা শহর, উপজেলা ও গ্রাম পর্যায়ে উদ্যোক্তাদের সামর্থ অনুসারে ক্ষুদ্র ও বৃহৎভাবে গড়ে তুলা হবে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, বর্তমানে ছোট পরিসরে ৮০ টিরও বেশি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলা হয়েছে, উদ্যোক্তা তৈরির মাধ্যমে এ সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধির চেষ্টা্ অব্যহত থাকবে, ইনশাল্লাহ। আবার যারা ঘরে বসে কম্পিউটার প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তাদের জন্য ব্যবস্থা করেছি অনলাইন লাইভ ক্লাস এবং ভিড়িও টিউটোরিয়াল সাথে রয়েছে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা।
আমাদের এ কায্যক্রম ব্যবসা এবং প্রশিক্ষিত জাতি গঠনের জন্য এক রকম সেবা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রায় 16 কোটি জনসংখ্যার মধ্যে সামান্য কিছু মানুষের যদি আমরা বিন্দু পরিমাণ উপকার করতে পারি তবে, আমাদের প্রচেষ্টা ও পরিশ্রম স্বার্থক হবে বলে মনেকরি। মহান আল্লাহর নিকট প্রার্থনা সততার সাথে নিজেরা ব্যবসায়িক লাভবান হওয়ার পাশা-পাশি দেশ ও দেশের মানুষের সেবা করতে পারি।
চলার পথে বহু জ্ঞানী ব্যক্তিরা আমাদের নানভাবে বুদ্ধি, পরামর্শ, সহযোগীতা, উৎসাহ, উদ্ধীপনা ও সাহস যোগিয়েছেন এবং ভিবষ্যতেও যারা আমাদের এগিয়ে যাওয়ার পথে এভাবে সহযোগীতা বাড়িয়ে দিবেন তাদের সবার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা অব্যহাত থাকবে, মহান রবের নিকট তাদের জন্য রইল অফুরন্ত দোয়া, মহান আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান দান করুক ও হেফাজত করুক, আমিন।
A common saying is - "Education Is The Backbone Of The Nation"! However, in this era of globalization, the education that is common in developing countries in the current world is causing people to lag behind. This is gradually increasing the number of unemployment. Technical training is necessary to free not only bangladesh but any developing country in the world from hunger, poverty and unemployment. Because the more advanced a country is in technical skills and technology, the stronger its economy is. Therefore, to strengthen the economy of this country, it is necessary to be advanced in technology.
Even after 50 years of independence, due to political instability and corruption, such an education system has not been developed that can develop this country and its people! However, this country has many writers, researchers, intellectuals and scientists who are not only the wealth of the country, but also a blessing for the people of the whole world! Many people who are ignorant of knowledge come to the national power of this country, organize their own interests, build houses and houses abroad and move there. If they love the country, then why do they need to build their homes in foreign lands despite having all their power, wealth and resources in this country? This shows that those power-hungry, ignorant people used to trick the people of this country through false stories of patriotism! Whereas the ordinary educated people of this country work hard in foreign lands and bring a prosperous economy through remittances.
But the question is how long will the people of this country have to work like slaves for foreigners?
To get rid of the chains of foreign slavery, we need a long-term plan, we need to build a strong economy of the country according to the plan. The people of the country must be educated in moral and technological education. Looking at history, tradition and the current situation of the world, it is observed that the thoughts and consciousness of the people of this country are full of moral education, but due to lagging behind in technology, the entire nation is lagging behind many countries of the world today.
The state is made up of the land of the state and every people living in it, there is no doubt that if any person or part of the people is lagging behind, the state will also lag behind. If every person in this country gets the opportunity to earn halal income, hunger and poverty will be eradicated from this country and economic independence will come. If we can build a country free of hunger and poverty, a prosperous economy will return. If we are economically prosperous, we will not have to bow our heads to any foreigners. Technology-based training is needed for a prosperous economy. Our effort is to make the people of the country skilled in information technology, so that our expatriates are properly evaluated in the labor market, and can prove themselves competently using technology in the country and the country. We have established ICT Knowledge Ltd. With the mentality of transforming the people of this country into hunger-free, poverty-free and skilled manpower.
Among many types of technology, by providing information technology training, i.e. Computer training, to the grassroots level across the country, our goal and objective is to develop the skills of the people of the country, move forward by eliminating backwardness, create entrepreneurs, eliminate poverty through online income, and above all, develop skilled human resources. So we have a slogan – “Not Only Education, But Also Technology Based Education is Needed...”
From a very small position, we are making every effort to implement this great effort. In order to make our activities more dynamic, ict knowledge ltd. Was established in accordance with the prevailing law of the country, the companies act xviii of 1994 (see section-115) act, through gov. Reg. No. Ch-11600/2016 and a nationwide project named youth development computer training centre under ict knowledge ltd. Was launched. In accordance with that law, this organization is Approved by Government of The People's Republic of Bangladesh. Through this project, computer training centers will be established in small and large scale according to the capacity of entrepreneurs in every district, city, upazila, upazila and village level of the country. Currently, more than 80 computer training centers have been established on a small scale. Efforts to gradually increase this number by creating entrepreneurs will continue, inshallah. Again, for those who want to take computer training at home, we have arranged online live classes and video tutorials along with life time support.
This program of ours is a kind of service for business and building a trained nation. If we can benefit a few people out of the population of about 160 million in our beloved motherland bangladesh, I think our efforts and hard work will be worthwhile. Pray to the almighty god that in addition to being profitable in business, we can serve the country and the people of the country with honesty.
Along the way, many wise people have given us wisdom, advice, support, encouragement, pride and courage in various ways, and we will be extremely grateful to all those who will continue to support us in this way in the future. We have endless prayers for them with the almighty god. May the almighty god grant us all knowledge and protect us, amen.